দিনাজপুর।- দিনাজপুর -১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের দ্রুত সুস্থ্যতা কামনা করে শুত্রুবার শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ, বালাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃৃবন্দ, দিনাজপুর রাজদেরোত্তর এস্টেট-সদস্যবৃন্দ, বীরগঞ্জ ও কাহারোলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
২ জুন শুত্রুবার শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে মধ্যাহ্নভোগ ও আরতী শেষে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরোহিত শ্রী পুলিন চত্রুবর্তী। প্রার্থনা সভায় অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সদস্য স্বপন কুমার রায় (দিনাজপুর, ঠাঁকুরগাও, সিরাজগঞ্জ), রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা (পঞ্চগড়, নীলফামারী, রংপুর), অ্যাড, উজ্জল প্রসাদ কানু (গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া), বিপুল বিহারী হালদার (সমগ্র বরিশাল বিভাগ), শ্যামল ভট্টাচার্য (ব্রাক্ষ্মণবাড়িয়া, ফেণী, কুমিল্লার অর্ধাংশ) ও প্রিয়তোষ শর্মা চন্দন (খাগড়াছড়ি,বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার উত্তর)।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট-এর এজেন্ট অমলেন্দু ভৌমিক, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও এস্টেট সদস্য পুলিন বিহারী চত্রুবর্তী, এস্টট সদস্য বিজয় মহন্ত ও প্রেমনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রিয় সহকারী সম্পাদক রমাকান্ত রায়, ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক পরিমল চত্রুবর্তী তপন, কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপেশ চন্দ্র রায়, সাধারন সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার রায়, বোচাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীরভদ্র রায়, খানসামা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবেন্দ্র নাথ সরকার, পুজা উদযাপন পরিষদের দিনাজপুর সদর শাখার সভাপতি বিভাষ সরকার প্রমুখ।
উল্লেখ্য, দিনাজপুর-১ (কাহারোল- বীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গত ২৬ মে ২০১৭ ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪