চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দর ভুষিরবন্দর বড় ব্রীজের কাছে আত্রাই নদী থেকে সেরাজুল (১০) নামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
শনিবার দুপুর ১টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। চিরিরবন্দর নশরতপুর ইউনিয়নের মাছুয়া পাড়ার আবু তাহেরর ছেলে সেরাজুল । সে স্থানীয় রাণীরবন্দর অ্যাম্বিশন রেসিডেন্সসিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলো।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানায়, এখানে ড্রেজার মেশিন দিয়ে দ্রীর্ঘ দিন ধরে বালু উত্তোলন করায় ব্যাপক গর্তের সৃষ্টি হয়।সেখানে সেরাজুল তিন বন্ধু মিলে দুপুর ১টার দিকে গোসল করতে আসলে সেরাজুল সেখানেই তলিয়ে যায়।প্রায় ১ ঘন্টা ধরে স্থানীয় জনতা অনেক খোঁজা খুজির পরে সেরাজুলের মৃতদেহ উদ্ধার করে।পুলিশের ধারনা সেরাজুল সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪