দিনাজপুর বার্তা ২৪.কম ॥ দিনাজপুর শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করে জনসাধারণের চলাচলে সুবিধার্থে কাজ করে যাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮ জুন বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা বাহাদুর বাজার, লিলি মোড়, জেল রোড, মুন্সিপাড়া, মডার্ণ মোড়, নিমতলা মোড়ে অভিযান চালিয়ে ফুটপাত হতে অবৈধ স্থাপনা অপসারণ করে জনসাধারণের চলাচলের সুবিধা করে দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এসময় কোতয়ালী থানা পুলিশের টিম ও সাধারণ জনগণ উপস্থিত থেকে অভিযান ফলপ্রসু করেন।
এছাড়াও ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লিলি মোড়ে ইসলামী ব্যাংক এর সামনে গ্রাহকদের মোটরসাইকেল সরিয়ে মার্কেটের আন্ডারগ্রাউন্ডে রাখার নির্দেশ দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পুরো রমজান মাসে পবিত্রতা রক্ষায় সদরের প্রত্যন্ত এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
উল্লেখ্য, চলতি রমজান মাসেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন হোটেল রেস্তোয়ায় বাসি, পঁচা খাবারসহ ভেজাল খাদ্য তৈরীর দায়ে জরিমানা আদায় করেন উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪