দিনাজপুর বার্তা ২৪.কম ॥ দিনাজপুর সদরের ৯নং আস্করপুর ইউনিয়নের ৮৬৩ জন গ্রাহককে ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়। ১০ জুন শনিবার বিকেলে ৯নং ইউপির বটেরহাট প্রাইমারী স্কুল প্রাঙ্গণে ইউনিয়নবাসী আয়োজিত বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোঃ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আস্করপুর ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪