দিনাজপুর বার্তা ২৪.কম ॥ নিখোঁজের তিন দিন পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার একটি পুকুর থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলী আকবর (২৪) উপজেলার ফকিরপাড়া এলাকার হানিফ এ র ছেলে। রোববার বেলা ১১টার দিকে ফকিরপাড়া এলাকায় রেললাইনের পাশের একটি পুকর থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান হাকিমপুর থানার ওসি আবদুর সবুর। তিনি বলেন, লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করার পর তার বাবা হানিফ শনাক্ত করেন। এর আগে গত শুক্রবার আকবর নিখোঁজ হন বলে জানান তারা বাবা হানিফ । লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪