দিনাজপুর বার্তা ২৪.কম : নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) এর ৩৯তম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার পিএসটিসি’র দিনাজপুর শেখপুরা সংযোগ অফিসে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অতিথিদের ফুলদিয়ে বরন করে নেন এবং প্রতিষ্ঠানের চলমান বিভিন্ন কর্মসূচীর সম্পর্কে একটি ডিজিটাল প্রেজেন্টেশন দেখানো শেষে প্রধান অতিথি কেক কেটে বর্ষপূর্তী অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা. মোঃ মওলা বক্স চৌধুরী, সহকারী সিভিল সার্জন ডা. শামিম-আরা নাজনিন ছাড়াও পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার দিনাজপুর শাখার ডিষ্ট্রিক কোঅর্ডিনেটর নুরে নাবিলা তাবাসসুম, ফাইনান্স এন্ড এডমিন মোঃ কামরুল হাসান, ফিল্ড সুপার ভাইজার মোঃ মামুনুর রহমান, ফিল্ড সুপার ভাইজার শাহনাজ পারভীন অফিস সহকারী মোঃ হাসান ঈমাম সহ প্রতিষ্ঠানের সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪