দিনাজপুর বার্তা২৪.কম :-
দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চেয়েছে জেলা প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার পুর্নভবা নদীর পানি বিপৎসীমার কয়েক মিলিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষাকারী বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বিজিবি শহর রক্ষা বাঁধ মেরামতে কাজ করছে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়। জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, সদর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ ও খানসামা উপজেলায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বানভাসি মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
খায়রুল আলম বলেন, পর্যাপ্ত ত্রাণ রয়েছে। তবে এ মুহূর্তে জরুরি হয়ে পড়েছে বন্যার্ত মানুষকে উদ্ধার কাজ। সে কারণে উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, পুনর্ভবা নদীর পানি বিপদসীমার ৭ দশমিক ৪ মিলিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষাবাঁধ ভেঙে যাওয়ায় শহরের বভিন্ন অংশে পানি ঢুকে পড়ছে। তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামতে বিজিবি কাজ শুরু করেছে।
দিনাজপুর আবাহওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জুর রহমান জানান, গত শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দিনাজপুরে ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪