দিনাজপুর বার্তা২৪.কম :-
দিনাজপুরে টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে শহর রক্ষা বাধ ভেঙ্গে শহরে পানি প্রবেশ করেছে। এতে নতুন নতুন করে প্রাবিত হচ্ছে শহরের বিভিন্ন এলাকা। পানি বৃদ্ধিও কারনে শহরের রাস্তাগুলো ফাঁকা ছিল। দোকানপাট অনেকটাই বন্ধ। দিনাজপুর শহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজ গুলোতে খোলা হয়েছে ১০০টির মতো আশ্রয় স্থল।
অপরদিকে, দিনাজপুরের পূর্ণভবা নদী, আত্রাই নদী, চিরিরবন্দরের ইছামতি নদী, ফুলবাড়ীর ছোট যমুনা নদী, পার্বতীপুর ও নবাবগঞ্জের করতোয়া নদীর পানি বৃদ্ধি মাত্রা কমে একই উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তবে আর বৃষ্টিপাত না হলে পানি ধীরে ধীরে নেমে যাবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
এদিকে আজ দুপুর ২টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জেলার বিভিন্ন বন্যা দূর্গত এলাকা স্পিড নিয়ে পরিদর্শন করেন এর পর তিনি শহরের আশ্রয় স্থল গুলোতে ঘুরে দেখেন।
এসময় তিনি বলেন এবছর বাংলাদেশে রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে এমনকি চীন ও আসামেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেই পানি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তিনি আরো বলেন যেসব ক্ষতিগ্রস্থ বাঁধ আছে সেগুলো মেরামতের ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪