দিনাজপুর বার্তা২৪.কম :-
বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন আজ বেলা ১১টায় দিনাজপুর সদর উপজেলার ধর্মপুর বিওপি’র বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করেন। বিজিবি’র মহাপরিচালক বলেন অতীতে বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিজিবি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে এসেছে, তারই ধারাবাহিকতায় আমরা দিনাজপুরের বানভাসি মানুষে দূর্দশা লাঘবে পাশে থাকবো।
ত্রান বিতরন অনুষ্ঠানে দিনাজপুরের স্থানীয় সাংসদ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন বন্যার্তদের সাহাযার্থে দিনাজপুরে ২৭০টি আশ্রয়স্থল ও ১৫০টি মেডিকেল টিম কাজ করছে, বন্যার্তদের সাহায্যে আওয়ামীলীগের প্রতিটি অঙ্গসংগঠন ,জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।
এসময় বিজিবি’র রংপুর রিজনের বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম ,দিনাজপুর কোতয়ালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪