দিনাজপুর বার্ত২৪.কম : দিনাজপুরে বধির শিশুদের মাঝে হুইপ ইকবালুর রহিম এমপি প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৮ জানুয়ারী রবিবার সকালে শহরের রাজবাঢীস্থ গুঞ্জাবাড়ীতে দিনাজপুর বধির ইনস্টিটিউটে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী শিশুদের হাতে হুইপ ইকবালুর রহিম এমপি প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করেন শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনীন আখতারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, দিনাজপুর বধির ইনস্টিটিউটের ১০৪জন শিক্ষার্থীদের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানান শহর আওয়ামী লীগের সভাপতি। তিনি আরও জানান, দিনাজপুর শহরে শীতার্ত মানুষের মাঝে হুইপ ইকবালুর রহিম এমপি প্রদত্ত শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে, থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪