দিনাজপুর বার্ত২৪.কম : দিনাজপুর শহরের বিভিন্ন এলাকার মানুষের হুইপ ইকবালুর রহিম এমপি প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৬ ফেব্রুয়ারী মঙ্গলবার শহরের বাসুনিয়াপট্টিস্থ শহর আওয়ামী লীগ কার্যালয়ে দক্ষিণ বালুবাড়িস্থ ঢাকাইয়াপট্টি ও ক্ষেত্রীপাড়া এলাকার বয়োজ্যৈষ্ঠ মানুষের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি আশিষ কুমার ব্যানার্জী বাপি, সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, প্রচার সম্পাদক মাসুদ রানা, নির্বাহী সদস্য মামুনুর রশীদ বকুল, শহর মহিলা লীগের আহবায়িকা খ্রিষ্টিনা লাভলী দাস, যুগ্ম আহবায়িকা ছবি শাহরিয়ার, মহিলা নেত্রী জান্নাতুস সাফা শাহিনুর, আফরোজা খানম শেলি, আনোয়ারা বেগম প্রমুখ।
একইদিনে শহরের ফকিরপাড়ায় দিনমজুর শীতার্ত মানুষের মাঝে হুইপ ইকবালুর রহিম এমপি প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করেন শহর আওয়ামী লীগের সভাপতি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেসমিন আরা , শহর আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ওয়ারেসুল হক রঞ্জু, সহ প্রচার সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪