দিনাজপুর বার্ত২৪.কম : দিনাজপুর সদরের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান এর দায়িত্ব হস্তান্তর করেছেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন সদর উপজেলা সহকারি ভূমি কমিশনার মো. মেজবাহুল হক।
১২ ফেব্রুয়ারী সোমবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উক্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। কান্না বিজড়িত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, হাসমিন লুনাসহ উপজেলা কর্মকর্তাগণ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
এর আগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান এর হাতে স্মৃতি স্বারক ক্রেস্ট তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আলতাফ হোসেন।
উল্লেখ্য, বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান সৈয়দপুর ক্যান্টনমেন্টে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪