দিনাজপুর বার্তা২৪.কম ॥ মুসলিম উম্মার শান্তি কামনা করে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদুল-উল-ফিতরের ঈদ জামাত। দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে আজ সকাল ৯টায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে দিনাজপুর ও এর পাশ্ববর্তী জেলা গুলো থেকে দলে দলে গোর-এ-শহীদ বড় ময়দানে মুসুল্লিরা নামাজ আদায় করার জন্য আসতে থাকে। বিশাল এই ঈদের জামাতে প্রায় ৬ লক্ষাধিক মুসুল্লি নামাজ আদায় করেন।
নামাজে যাতে কোন গোলযোগ না ঘটে সেজন্য প্রত্যেক মুসুল্লিকে সারিবদ্ধভাবে তল্লাসি করে মাঠে প্রবেশ করানো হয়। মাঠের নিরাপত্তার দায়িত্বে বিপুল পরিমান র্যাব, বিজিবি, আনসার, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক নিয়োজিত ছিলেন।
দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে আংশগ্রহন করতে পেরে আল্লাহর নিকট শোকরিয়া আদায় করলেন নামাজে অংশগ্রহনকারী মুসুল্লিরা। তারা জানালেন পরিবারের সদস্যদের নিয়ে তারা এই জামাতে অংশগ্রহন করে আনন্দিত।
দেশের সবচেয়ে বড় ঈদগা মিনারের রুপকার দিনাজপুর সদর-৩ আসনের এমপি হুইপ ইকবালুর রহিম এমপি জানালেন এই মাঠে প্রায় ৬ লক্ষাধিক মুসুল্লি ঈদের নামাজ আদায় করেছেন । ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও এই মাঠে নামাজ আদায় করতে মুসুল্লিরা আসবেন এই আশাবাদ তার।
ঈদের নামাজ পড়ান আলহাজ্ব মওলানা শামসুল হক কাশেমী, তিনি জানালেন এই বিশাল ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে ও সারা দেশের সমস্থ ঈদ-জামাতের জন্য তিনি দোয়া করেছেন।
দিনাজপুরের জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর জানালেন আশে-পাশের জেলাগুলোতে বৃষ্টি হওয়ায় লোকের সমাগম কিছুটা কম হয়েছে, তা-সত্বেও এই ঈদগা মাঠে প্রায় ৬ থেকে ৭ লক্ষাধিক মুসুল্লি এখানে ঈদের জামাত আদায় করেছে।
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সুপ্রিম কোর্ট-এর বিচারপতি মোঃ ইনায়েতুর রহিম, জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর, পুলিশ সুপার মো: হামিদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী প্রমূখ নামাজ আদায় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪