দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুরের বিরামপুর উুুপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসা আজিজার রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েয়ে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। আজিজার রহমান বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান গ্রামের আ. রহিমের ছেলে।
কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, আজিজার রহমান সাইকেলের মেকার ছিলেন। গত ১০/১২ দিন আগে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন। এসব উপসর্গ নিয়ে গতকাল সোমবার আজিজার রহমান দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। পরবর্তীতে চিকিৎসকরা আজিজার রহমানকে মেডিকেলে ভর্তি করান। মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজিজার রহমান সোমবার রাতে পালিয়ে আসেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়িতে আজিজার রহমান মারা যান।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, আজিজার রহমানের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
এবিষয়ে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো: আব্দুল কুদ্দুস জানান, করোনা উপসর্গ নিয়ে বিরামপুর একজন মারা যাওয়ার খবর আমি পেয়েছি। মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না এ বিষয়ে নিশ্চিত হাওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪