দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

৬ জানুয়ারীর শোককে শক্তিতে পরিনত করতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি
মোফাচ্ছিলুল মাজেদ জানুয়ারি ৬, ২০২২, ২:৩৬ অপরাহ্ণ | পড়া হয়েছে ৪১৩ বার |

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ৬ জানুয়ারীর শোককে শক্তিতে পরিনত করতে হবে উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে  বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীদের পরাজিত করে স্বাধীনতার স্বাদ পাওয়ার আগেই মাইন বিস্ফোরনে মুক্তিযোদ্ধাদের মৃত্যু দুর্ভাগ্যজনক। এ দিন মাইন বিস্ফোরনে ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছিল। মুক্তিযোদ্ধারা শহীদ হলেও তাদের স্মৃতি এখন আমাদেরকে ব্যথিত করে। এই দিনটিকে আমাদের ভুলে গেলে চলবে না। আজকে এই শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। হুইপ বলেন, মুক্তিযোদ্ধাদের শক্র পাকিস্তানী হানাদার বাহিনী প্রেতাত্মারা এখনো বাংলাদেশে অবস্থান করছে। এদের প্রতিহত করতে হবে স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে জাগ্রত করে।

৬ জানুয়ারী দিনাজপুরের মহারাজা স্কুলে মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে এক আকষ্মিক ভয়াবহ মাইন বিস্ফোরণে শহীদ ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় ও চেহেলগাজী মাজার প্রাঙ্গনে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ৬ জানুয়ারী স্মৃতি পরিষদের আহবায়ক শফিকুল হক ছুটু, সদস্য সচিব সুলতান কামাল উদ্দীন বাচ্চু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ। এর পর পরই শহীদদের স্মরনে মহারাজা গিরিজানাথ স্কুল ও চেহেলগাজী মাজার প্রাঙ্গনে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সদর উপজেলা পরিষদ, ৬ জানুয়ারী স্মৃতি পরিষদ, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জেলা ও শহর মহিলা আওয়ামীলীগ, তাতী লীগ, মহারাজা গিরিজানাথ স্কুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শিক্ষক সমিতি, জুবলি স্কুলসহ আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

উল্লেখ, ১৯৭২ সালের ৬ জানুয়ারী এই দিনে দিনাজপুরের মহারাজা স্কুলে মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে এক আকষ্মিক মাইন বিস্ফোরণে সদ্য স্বাধীন ভুমিতে একসাথে শহীদ হন মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে আনা ৫ শতাধিক মুক্তিযোদ্ধা। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। ইতিহাসের পাতায় এই দিনটি একটি শোকাবহ দিন।

               

               

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়