দিনাজপুর বার্তা২৪ ডেক্স: বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৬-২০১৭ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মহাদেবপুর উপজেলায় অনুর্ধ্ব- ১৬ বালকদের ( একক ও দ্বৈত ) ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল
২৩ মার্চ জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে মহাদেবপুর উপজেলার মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশগ্রহন করে। চূড়ান্ত প্রতিযোগিতায় (একক ) এ স্বরসতীপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সর্ব মঙ্গলা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং (দ্বৈত)এ সর্ব মঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন মহাদেবপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জেবুননাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার জনাব আবু জাফর মাহমুদুজ্জামান। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষক সহ অন্যান্য িিশক্ষক গন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪