দিনাজপুর বার্তা২৪ ডেক্স: পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন-এর সহায়তায় মৌসুমী সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নে প্রতি তিন মাস অন্তর স্বাস্থ্যক্যাম্পের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে চেরাগপুর ইউনিয়নের আজিপুর প্রাইমারী স্কুলে নাক, কান, গলা এবং মেডিসিন বিষয়ক স্বাস্থ্যক্যাম্প আয়োজন করা হয়। সারাদিন এই স্বাস্থ্যক্যাম্প পরিচালিত হয়। স্বাস্থ্যক্যাম্পে ডাক্তার হিসাবে ছিলেন ডা. গোলাম রব্বানী নাক, কান ও গলা বিশেষজ্ঞ, এবং ডা. আহসান হাবীব। ওই স্বাস্থ্য ক্যাম্পে ১৮৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। স্বাস্থ্যক্যাম্পে উপস্থিত ছিলেন মৌসুমীর সহকারী পরিচালক এরফান আলী, ইউনিয়ন সমন্বয়কারী আসাদুজ্জামান জসিমী (হিমু), সাদ্দাম হোসেনসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মরত স্বাস্থ্যসেবিকাগণ। স্বাস্থ ্যক্যাম্পটি উদ্বোধন করেন চেরাগপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবু শিবনাথ মিশ্র।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪