নবাবগঞ্জ (দিনাজ পুর ) থেকে মোঃ ইকরামুল হক >
গত বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জে গৃহ বধু কে একলা পেয়ে ধর্ষণের চেষ্টা মামলায় পুলিশ
পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার চকচকা গ্রামের মজিদের পুত্র শরিফুল ইসলাম (৩৪) কে আটক
করে জেল হাজতে প্রেরন করেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরির্দশক মোঃ সামছুল
আলম জানান। ৮নং মাহমুদ পুর ইউপি চেয়ারম্যান আঃ রহিম বাদশা বলেন আম বাগান গ্রামের
সোহরাব হোসেন এর বাড়িতে ভাদুরিয়া বাজার থেকে দোকানের পাওনা টাকা ওঠাতে আসে শরিফুল।
বাড়িতে কেউ না থাকায় শরিফুল সোহরাব এর মেয়ের ঘরে কৌশলে এসে রোজিনা বেগম (২২) এর
ঘরে গিয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে এসময় স্থানীয়রা শরিফুল কে ধরে ইউনিয়ন পরিষদে
সোপর্দ করে । এঘটনায় গৃহবধু রোজিনা বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন
আইনে শরিফুল কে আসামী করে মামলা করেছে বলে তথ্যটি নিচ্ছিত করেছেন ওসি অশোক কুমার
চৌহান।স্থানীয় আলম জানান মেয়েটি আম বাগানে তার বাবার বাড়িতে বাড়িতে বেড়াতে এসে এ ঘটনার শিকার হন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪