
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দুই বছর পর আবার সাড়ম্বরে বৈশাখী উৎসব বাংলা নববর্ষ আমাদেরকে নতুন ভাবে জাগ্রত করছে উল্লেখ করে বলেন, বাঙ্গালী জাতির প্রাণের উৎসব বৈশাখ। বাংলা ভাষা-ভাষিকে প্রতিষ্ঠিত, বাঙ্গালী জাতির অধিকার সহ একটি স্বাধীন স্বার্বভৌমত্ত রাষ্ট্রে জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালীরা ঝাঁপিয়ে পড়েছিল পাকা সেনাদের উপর। সেই বাংলা ভাষার উৎসব হলো বৈশাখ। এই বৈশাখী উৎসবকে অধিকারে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীণতা বিরোধীদের বিরুদ্ধে বাঙ্গালী জাতি আবারও শক্তিমান হয়ে উঠেছে। করোনার মহামারি কাটিয়ে নতুন বছরকে বরন করে নিয়েছে জনগন। বাংলা এবং বাঙালির ঐতিহ্যের প্রতীক প্রাণের উৎসব বৈশাখ। বৈশাখকে ঘিরে বাঙালির চেতনাজুড়ে রয়েছে অন্য রকম আবেগ। উৎসাহ ও দেশীয় সংস্কৃতিকে ধারণ করার আবেগ-অনুভূতি এ বৈশাখী আনন্দকে অর্থবহ করেছে। বৈশাখ মানে উত্তাপ আর উৎসবের আমেজ।
১৪ এপ্রিল বৃহস্পতিবার হুইপ ইকবালুর রহিম এমপি বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর সিভিল সার্জন, ডাঃ এইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জোনাল স্যাটেলম্যান্ট অফিসার শামসুল আযম প্রমুখ। সঞ্চানায় ছিলেন সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক।
এর আগে হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে ১৪২৯ বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে দিনাজপুর একাডেমি প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর শিশু একাডেমি গিয়ে শেষ হয়। এর আগে বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে একাডেমি প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই দিন শিশু একাডেমি প্রাঙ্গনে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন দিনাজপুরের আয়োজনে বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করেন ইকবালুর রহিম এমপি।
এ ছাড়াও পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দীন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবলু, দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোঃ রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটু, ভারপ্রাপ্ত সদস্য সচিব সুলতান কামাল উদ্দীন বাচ্চু, যুগ্ম আহবায়ক চিত্ত ঘোষ, দিনাজপুর জাসদের সভাপতি এ্যাড. লিয়াকত আলী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মুজমদার ডলার, সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন প্রমুখ। এ ছাড়াও আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শোভাযাত্রাসহ বৈশাখীর উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৫ অপরাহ্ণ |