বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ সড়ক দুর্ঘটনায় বাহাতের হাড় ভেঙ্গে গুড়ো হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার পৌর শহরের ইসলামবাগ এলাকার বার্বুচি জমির উদ্দীন(৪০)। চিকিৎসার অভাবে তার হাড়ে পচন ধরেছে। জমিরের হাত কেটে ফেলা বা বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার কথা বলেছেন ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা। বিদেশে গিয়ে চিকিৎসা করার ক্ষমতা নেই অসহায় জমিরের। তার হাত কেটে ফেললে বাবুচি কাজ করা অসম্ভব হয়ে পড়বে। বাসা বাড়িতে কিংবা এনজিও অফিসে রান্নার কাজ করে যা আয় হয় তা দিয়ে কোন মত সংসার চলে আসছিল জমিরের। গরীব অসহায় বাবুচি জমিরের পক্ষে বিদেশ বা ভারতে গিয়ে এত টাকা খরচ করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। তাই সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন জমির ও তার পরিবার। জমির উদ্দীনের কাছে সাহায্যে পাঠানোর ঠিকানাঃ জনতা ব্যাংক, বলরামপুর শাখার সঞ্চয়ী হিসাব নং-০১০০১০১২০২৫০৪, এবং বিকাশ করতে পারেন তার ০১৭০৪৩৪২৯৯৬।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪