পঞ্চগড় সংবাদদাতা ॥ বিএসটিআই’র অনুমোদন না থাকায় পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ও জালাসি এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান সূত্রে জানা যায়, রমজানে নিত্যপণ্য ও ইফতারি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে তদারকি করার সময় ওই দুই প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন না থাকায় ইসলাম কনজ্যুমার ওন্ড ফুড প্রোডাক্টসকে ৫’হাজার টাকা ও জহুরা মুড়িকে ৩’হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪