পঞ্চগড় সংবাদদাতা ॥ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রলির সাথে সংঘর্ষে সিএনজির ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন।
গত শনিবার রাতে উপজেলার রণচন্ডী এলাকায় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপিড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহিন (৩০) ও একই ইউনিয়নের ঝালিংগীগছ গ্রামের আব্বাস আলীর ছেলে জাকির (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাবান্ধা থেকে সিএনজি করে উপজেলার ভজনপুর ইউনিয়ে যাওয়ার সময় রণচন্ডী এলাকায় পৌছালে আগে থেকে মহাসড়কে দারিয়ে থাকা একটি ট্রলির সাথে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ ৪জন আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে পথিমধ্যে শাহিন মৃত্যুবরণ করে। এদিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির মৃত্যুবরণ করে বলে বিষয়টি নিশ্চিত করেন ডা. কাউছার আহম্মেদ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪