পার্বতীপুর সংবাদদাতা ॥ দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে গণ উপদ্রবের অভিযোগে এক জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১২ জুন শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ এই দন্ড প্রদান করেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ্্ আল-মামুন জানান, শনিবার সকালে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জংশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে গণ উপদ্রবের অভিযোগে শেখ সেলিম (৩৬) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে গণ উপদ্রবের অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সে পার্বতীপুর রেলওয়ে শহরের সাহেবপাড়া এলাকার আব্দুল হকের পুত্র। দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪