দিনাজপুর বার্তা২৪.কম :- রংপুরের ৫ জেলায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুর মহানগরীর গণেশপুর এলাকার একজন ও মিঠাপুকুর উপজেলার একজন, দিনাজপুর সদরে একজন ও কাহারোল উপজেলায় একজন, ঠাকুরগাঁও সদরে একজন ও হরিপুর উপজেলায় একজন, নীলফামারী সদর উপজেলায় একজন এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একজন শনাক্ত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরন্নবী লাইজু। এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত বেড়ে ৬১ জনে দাঁড়াল। এদের মধ্যে গাইবান্ধায় ১৪ জন, দিনাজপুরে ১৩ জন, নীলফামারীতে ১০, ঠাকুরগাঁওয়ে ৮, রংপুরে ৯, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ৩ জন এবং পঞ্চগড়ে ২ রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪