দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

করোনাকালীন পুলিশের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে -হুইপ ইকবালুর রহিম এমপি
মোফাচ্ছিলুল মাজেদ আগস্ট ৬, ২০২১, ৮:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩৭৮ বার |

দিনাজপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে জীবনবাজি রেখে প্রতিনিয়তই ভুমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ পুলিশ উল্লেখ করে বলেন, মৃত্যুর ভয়কে জয় করে পুলিশ সাহসিকতার সঙ্গে করোনাযুদ্ধে লড়ে যাচ্ছে। দেশে করোনাকালে ‘সম্মুখসারীর যোদ্ধা’ হিসেবে পুলিশের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। করোনার এই মহামারিতে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে পুলিশের যে সদস্যরা করোনায় মারা গেছেন। তাঁদের অবদান জাতি কোন দিন ভুলবে না।
৬ আগষ্ট শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে “স্যালুট ইন ডাইচ” অভিবাদন মঞ্চ-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এ সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, ক্রাইম এন্ড অপারেশনস এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কোতয়ালী অফিসার ইনচার্জ মোজাফফর হোসেসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়