দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরে ৪০ লাখ টাকার টি-আর এর চেক ও প্রশিক্ষণার্থীদের ১৪ লাখ টাকার ভাতা বিতরণ করলেন হুইপ ইকবালুর রহিম এমপি
মোফাচ্ছিলুল মাজেদ জুন ২৫, ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে ১৬৩ বার |

দিনাজপুর:
দিনাজপুরে ৪০ লাখ টাকার টি-আর এর চেক ও প্রশিক্ষণার্থীদের ১৪ লাখ টাকার ভাতা বিতরণ করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

২৪ জুন শনিবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের গৃহিত প্রকল্পের ৩৯ লাখ ২৩ হাজার ৩৩৩ টাকার চেক ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রকল্পে আওতায় জেলা পর্যায়ে ২০২২-২৩ অর্থবছরে চারটি ব্যাচের কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ট্রেডের সনদপত্রসহ ১৪ লাখ ৪০ হাজার টাকার ভাতা বিতরণ করেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী খান। এসময় ডে কেয়ার কর্মকর্তা রেজভিন শারমিনাজ ইসলাম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব ও হুইপ ইকবালুর রহিম এমপি এর একান্ত সচিব মোরারজী দেশাই বর্মন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামিম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।

বক্তব্যশেষে ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের গৃহিত প্রকল্পের ৩৯ লাখ ২৩ হাজার ৩৩৩ টাকার চেক ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রকল্পে আওতায় জেলা পর্যায়ে ২০২২-২৩ অর্থবছরে চারটি ব্যাচের কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ট্রেডের সনদপত্রসহ ১২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা করে ১৪ লাখ ৪০ হাজার টাকার ভাতা বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO