
দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বিএনপিকে সন্ত্রাসী দল ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে সন্ত্রাসীদের গডফাদার উল্লেখ করে বলেছেন, বিগত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে । মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের সুখ শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন সহ্য করতে পারছে না বলেই বিএনপি জামায়াত হরতাল-অবরোধের নামে মানুষ হত্যাসহ জ্বালাও পোড়াও শুরু করেছে। তিনি বিএনপি জামায়াতের নিষ্ঠুরতা ,নির্মমতা ও হিংস্রতার চিত্র তুলে বলেন, ২৮ তারিখে মহাসমাবেশের নামে পুলিশকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাসসহ বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ করা হযয়েছে । এতেও বিএনপি জামায়াতের শান্তি হয় নাই। হরতাল অবরোধ দিয়ে সারাদেশে মানুষ হত্যাসহ অগ্নিসংযোগ করে দেশকে অস্থির করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিরোধ করছে। তিনি মানুষ হত্যা ও অগ্নিসংযোগকারীদের এক বিন্দু ছাড় দেয়া হবে না হুসিয়ারী উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে, সরকারিভাবে প্রণোদনা দিয়ে মানুষের ঘরে ঘরে খাদ্য সরবরাহ করেছে আর এসব সম্ভব হয়েছে মানবিক নেত্রী শেখ হাসিনার জন্য। আশ্রয় হীনদের ঘর হয়েছে। খাদ্য ঘাটতি বাংলাদেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করা হযয়েছে। কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য সার, বীজ, কীটনাশক বিনামূল্যে দেয়া হয়েছে। তিনি জাতিসংঘ ও বিশ্ব সংস্থাকে ইঙ্গিত করে বলেন, এ দুটি দেশ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষনা দিয়েছে উল্লেখ করে বলেন, মেট্রো রেল, উরাল সড়ক হওয়ায় ঢাকায় যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে। উত্তরা থেকে মতিঝিলসহ এক মিনিটের মধ্যেই ঢাকা শহরে যাতায়াত করা সহজ হয়েছে। আর এটাই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়ন। তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত করে বলেন, বিএনপি জামায়াতের আমলে দিনাজপুরে ৫৭ টি মন্দিরে পূজা হতো। প্রতি মন্দিরে দেয়া হতো ৪৩১ টাকা করে। আর এখন ১৫৭টি মন্দিরে পূজা হচ্ছে। মন্দিরে দেয়া হচ্ছে সেই সময়ে প্রথম অবস্থায় ৮ হাজার টাকা এবং এখন ৩০ হাজার টাকা করে দেয়া হচ্ছে। তিনি তারেক রহমানকে উল্লেখ করে বলেন,যে সন্তান ১৭ বছরেও তার অসুস্থ মাকে দেখতে আসেনি সে ১৬ কোটি মানুষকে কিভাবে দেখবে। তিনি বিএনপি জামায়াতের নিষ্ঠুরতা, নির্মমতা,ও হিংসতা থেকে জনগণকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়া আহŸান জানান তিনি।
৫ নভেম্বর রোববার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, শীতকালীন, পেঁয়াজ, মুগডাল ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রায় ১ কোটি টাকা প্রণোদনা কর্মসুচীর আওতায় বিনামুল্যে বীজ ও সার বিতরন এবং হুইপের ঐচ্ছিক তহবিল হতে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন/পুজা মন্ডপ ও মন্দিরে নগদ অর্থ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সচিব মোরারজি দেশাই বর্মন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যন রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা , দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন সিং, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, রাজ দেবোত্তর স্টেটের এজেন্ট রনজিৎ সিংহ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, ইউপি চেয়ারম্যান মোঃ মোকসেদ আলী রানা প্রমুখ।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৫ অপরাহ্ণ |