দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে’
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১২:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬৩৪ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সমাজে প্রশ্চাদপদদের অগ্রগামী করে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে শুধুমাত্র বর্তমান সরকারেই এই উদ্যোগ গ্রহন করেছেন। যা ইতি পূর্বে কোন সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন নাই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমাজের সকল শ্রেনীর মানুষের উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে দেশ পরিচালনা করে আসছেন। তিনি ২৩ মার্চ’১৭ সন্ধ্যা ৬ টায় কাহারোল উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার ও কিডনী রোগীদের, ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের সহায়তার চেক বিতরণএবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যলয়ের যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও জেলা সমাজ সেবা অফিসার ষ্টিফিন মুরমু। আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রুস্তম-এ জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনসুর আলী সরকার, আ’লীগ নেতা মোঃ মনসুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই পাতার আরো খবর -
২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়