বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ‘মেধাই সম্পদ বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় ২দিন ব্যাপী ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খালেদ মোশারফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটন, বোদা গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২০ টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রজেক্টের স্টল দিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার সহ অতিথিবৃন্দরা স্টল গুলো পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪