দিনাজপুর বার্তা২৪ ডেক্স: বগুড়ার সান্তাহার পৌর ষ্টেডিয়ামে শুক্রবার বিকেলে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর ক্রীড়া সংস্থা মাস ব্যাপি এই ক্রিকেট টুর্ণামেন্টের আযোজন করে। টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করে। চুড়ান্ত পর্বের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দীন। সান্তাহার পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রোজাউল করিম ও বগুড়া জেলা পরিষদের সদস্য এস এম জাহিদুল বারি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন, পৌর কাউন্সিলর জার্জিস আলম, মুক্তিযোদ্ধা আনসার আলি, সাংবাদিক গোলাম আম্বিয়া, মনসুর আলি, আওয়ামীলীগ নেতা সাজেদুল ইসলাম প্রমুখ। খেলায় রাতুল মাল্টিমিডিয়া ১১ রানে একতা সংঘ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪