দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৬-১৮ অক্টোবর পর্যন্ত ৩ দিন ব্যাপী শুভ উদ্বোধন হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৭। সোমবার সকাল ১০ টায় উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম তৌফিকুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার ক. খ. মোঃ আলাওল হাদীসহ বিভিন্ন উপজেলার উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অংশগ্রহনকারী খেলোয়াড়বৃন্দ। দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ১৩টি উপজেলার বালক ও বালিকা দলসহ ২৬টি দল খেলায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ফুলবাড়ী বনাম চিরিরবন্দর একাদশ। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং প্রধান অতিথি ফুটবলে কিক মেরে খেলার শুভ সুচনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪