দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বালুবাড়িতে ৪র্থ ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় নবাবগঞ্জ উপজেলা দলকে ৪-০ গোলে হারিয়ে বালুবাড়ি একাদশ দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।
২৭ জুলাই শুক্রবার বিকেলে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম।
চক্ষু বিশেষজ্ঞ ডা. ইলিয়াস আলী খান এডিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, সংরক্ষিত কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসউদ আলম। ধারাভাষ্যকার মো. রফিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক মো. সাদেকুর রহমান ভ’ইয়া টুটুল।
বক্তব্যশেষে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে ও চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি।
প্রতিযোগিতার উদ্বোধণী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বালুবাড়ি একাদশ ৪-০ গোলে নবাবগঞ্জ উপজেলা দলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। বালুবাড়ির পক্ষে প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে নেন রফিক। এরপর ২৭মিনিটে দ্বিতীয় গোল করেন রবিন। দ্বিতীয়ার্ধের ৪০ ও ৫৮ মিনিটে পরপর দুইটি গোল করে প্রতিযোগিতার প্রথম হ্যাট্রিক করেন রবিন।
উদ্বোধণী খেলা পরিচালনায় ছিলেন রেফারি ওবায়দুর রহমান, লাইনম্যান রেফারি মোতাহার হোসেন ও বিপ্লব।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪