ষ্টাফ রিপোটারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় দিনাজপুরে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০’ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত খেলায় সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজকে ২০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
২ মার্চ ২০২০ সোমবার সকাল ৯টায় দিনাজপুর বড় ময়দানে প্রথমে ব্যাট করতে নামে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ৩৬ ওভার ৫ বল খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ তারা। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৪ বলে সব খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১১০ রান করে সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ। ৩০ বলে ৩২ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ হয় দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের তাজউদ্দিন আহমেদ।
এরপর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, প্রাইম ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ অফিসার মো. গোলাম মওলা মন্ডল।
পরে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি প্রদান করেন প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁইসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজিজুর রহমান, মো. মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আসলামুর রহমান মাহবুবসহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রাইম ব্যাংক লিমিটেড এর অন্যান্য কর্তকর্তাবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ প্রমুখ।
বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম সুমি জানান, দিনাজপুরে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০’ ক, খ, গ ও ঘ চারটি গ্রুপে মোট ১২টি স্কুলের পিএসসি ও জেএসসি পড়–য়া শিক্ষার্থীরা অংশগ্রহন করে। প্রতিযোগিতায় প্রতিদিন ৫০ ওভারের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১২টি স্কুল সমূহ হলো- ক গ্রুপে দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়, রয়্যাল রেসিডেন্সিয়াল স্কুল, দিনাজপুর জিলা স্কুল। খ গ্রুপে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, দিনাজপুর একাডেমি, সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ। গ গ্রুপে সেতাবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ঘ গ্রুপে চেহেলগাজী মিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, মহারাজা গিরিজানাথ হাই স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুল।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪