দিনাজপুর বার্তা২৪.কম :-ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম তিন রাউন্ড এবার হওয়ার কথা ছিল ঢাকার বাইরে। তবে মুজিববর্ষের টি-টোয়েন্টি পিছিয়ে যাওয়ার পর লিগ নিয়ে সিদ্ধান্তও পাল্টেছে। ঢাকাতেই শুরু হতে যাচ্ছে লিগের খেলা। প্রথম ৫ রাউন্ডেই ম্যাচ আছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রতিদিন হবে তিনটি করে ম্যাচ। মিরপুরের পাশাপাশি খেলা হবে বিকেএসপি ৪ নম্বর মাঠ ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। মূলত মাঠ সঙ্কটের কারণে প্রথম তিন রাউন্ডের খেলা চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল টুর্নামেন্টের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মুজিববর্ষের দুটি টি-টোয়েন্টিতে ২১ ও ২২ মার্চ মুখোমুখি হওয়ার কথা ছিল এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের। তাই প্রয়োজন ছিল মাঠ পরিচর্যার। তবে করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে ম্যাচ দুটি। ঢাকা লিগও তাই শুরু হতে পারছে ঢাকায়। ১২ দল নিয়ে এবারের লিগ শুরু হচ্ছে রোববার। উদ্বোধনী দিনে মিরপুরে পারটক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। একই দিনে বিকেএসপিতে খেলবে ওল্ডডিওএইচএস ও লিজেন্ডস অব রূপগঞ্জ, ফতুল্লায় মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। এবারের লিগে দলবদল হয়েছে উন্মুক্ত পদ্ধতিতে। থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪