দিনাজপুর বার্তা২৪.কম :- করোনাভাইরাসের প্রকোপে খেলা বন্ধ থাকায় আর্থিক সঙ্কটে পড়ার শঙ্কায় আছে ক্লাবগুলো। কঠিন সময়ে ক্লাবের পাশে দাঁড়াতে বেতন কম নিতে রাজি হয়েছে আর্সেনালের মূল দলের ফুটবলার ও প্রধান কোচ মিকেল আর্তেতা। প্রিমিয়ার লিগের ক্লাবটি জানিয়েছে, বাৎসরিক বেতনের ১২.৫ শতাংশ কম নেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তারা। ক্লাবের মূল কোচিং স্টাফের সদস্যরাও আছেন এই চুক্তির আওতায়। তবে ক্লাবের মোট আয়ের নির্দিষ্ট লক্ষ্য পূরণ হলে কেটে নেওয়া অর্থ পরে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আর্সেনাল। দুর্যোগের এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে ক্লাবের পাশে থাকায় খেলোয়াড় ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রিমিয়ার লিগের ক্লাব ওয়াটফোর্ড, সাউথ্যাম্পটন ও ওয়েস্ট হ্যামও তাদের মূল দলের খেলোয়াড় ও কোচদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪