দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ৪৯ বলে ৯২! এক কথায় দুর্দান্ত এক ইনিংস। রোববার শেখর ধাওয়ানের টর্নেডো ইনিংসের সুবাদে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ইনিংসে লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে পাঞ্জাব কিংস ১৯৫ রান করে। তাদের ছাপিয়ে আসল নায়ক বনে গেলেন ধাওয়ান। বড় লক্ষ্যের জবাবে খেলতে নেমে বাঁহাতি এ ব্যাটসম্যান দিল্লিকে একাই টেনেছেন, সেই প্রমাণ দিচ্ছে পরিসংখ্যানÑবাকি পাঁচ ব্যাটসম্যান মিলে করেছেন ১০৬! আর তাতেই পাঞ্জাবের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় দিল্লি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে তারা। ১৯৬ রানের বড় লক্ষ্যের বিপরীতে খেলতে গিয়ে দুই ওপেনার শেখর ধাওয়ান ও পৃথ্বী শ’ দারুন শুরু করেন। স্কোরবোর্ডে ৫৯ রান হতেই পৃথ্বী শ সাজঘরে ফেরেন ১৭ বলে ৩২ রান করে। অন্যপ্রান্তের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল চললেও একপ্রান্তে মারমুখী ব্যাট করে গেছেন ধাওয়ান। অন্যপ্রান্তে ব্যাটসম্যানদের খুব বেশি স্ট্রাইকও দেননি তিনি। স্টিভেন স্মিথকে (৯) সঙ্গে নিয়েই দলীয় রান ১০৭- এ নিয়ে যান গব্বর সিং খ্যাত ধাওয়ান। তৃতীয় উইকেট হিসেবে ধাওয়ান যখন বিদায় নেন, তখন দিল্লির হাতের মুঠোই ম্যাচ অনেকটাই চলে এসেছে! শেষ পর্যন্ত ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ধাওয়ান। ৪৯ বলে ১৩ চার ও ৭ ছক্কায় ৯২ রানের ঝড়ো ইনিংস খেলে রিচার্ডসনের বলে বোল্ড হন। ধাওয়ানের বিদায়ের পর রিশাভ পান্ত ১৬ বলে ১৫ রান করে আউট হন। এরপর মার্কাস স্টইনিসের ১৩ বলে ২৭ এবং ললিত যাদবের ৬ বলে ১২ রানের ইনিংসে দিল্লির জয় নিশ্চিত হয়। ঝাই রিচার্ডসন সর্বোচ্চ দুটি উইকেট নেন। এ ছাড়া আরশদীপ সিং ও রিলে মেরেডিথ একটি করে উইকেট নিয়েছেন। এর আগে টস হেরে ফিল্ডিং নিয়ে পাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুলের আগ্রাসী ব্যাটিংয়ে ১১তম ওভারের প্রথম বলে দলীয় স্কোর একশ হয়। সবমিলিয়ে এই জুটির কাছ থেকে ১২২ রান আসে। মেরিওয়ালার বলে ৬৯ রান করে শেখর ধাওয়ানকে ক্যাচ দিয়ে আগারওয়ালে বিদায় নিলে জুটি ভাঙ্গে তাদের। ৩৬ বলে ৭ চার ও ৪ ছয়ে ৬৯ রানের ইনিংস সাজান তিনি। সঙ্গীকে হারিয়ে খুব বেশিক্ষণ ঠিকতে পারেননি লোকেশ রাহুল। পাঞ্জাব ওপেনার ৫২ বলে ৭ চার ও ২ ছয়ে ৬১ রান করে কাগিসো রাবাদার বলে আউট হন। এরপর দীপক হুদা ও শাহরুখ খানের ছোট ঝড়ে পাঞ্জাব ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। দীপক ১৩ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। শেষ ওভারে দুই চার ও এক ছক্কা মেরে ৫ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন শাহরুখ। রাবাদা, মেরিওয়ালা, আবেশ খান ও ক্রিস ওকস প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪