দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ যুব বিশ্বকাপ জয়ের বছর না ঘুরতেই বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়ে যান শরীফুল ইসলাম। নিউজিল্যান্ড সফরে তিনটি টি-২০ খেলেছেন পঞ্চগড়ের ছেলে শরীফুল। শ্রীলঙ্কা সফর দিয়েই টেস্ট দলে ডাক পান বাঁহাতি এ পেসার। ক্যান্ডিতে ডাগআউটে বসে প্রথম টেস্টটা দেখেছেন তিনি। খুব কাছে বসে ক্রিকেটের অভিজাত ফরম্যাটের খেলা প্রথমবার দেখে রোমাঞ্চিত শরীফুল। ম্যাচ চলাকালীন টিম ম্যানেজেমেন্টের বার্তা, সতীর্থদের জন্য পানি নিয়ে মাঠে গেছেন বারবার। একাদশের বাইরে থাকলেও ম্যাচের আবহে জড়িয়ে ছিলেন শরীফুল। এখন সাদা পোশাকের ক্রিকেটে রঙিন অভিষেকের স্বপ্ন দেখছেন ১৯ বছর বয়সী এ পেসার। ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এ তরুণ বলেছেন, একাদশে সুযোগ পেলে নিজের শতভাগ নিংড়ে দিবেন। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে প্রথম ম্যাচটা উপভোগ করেছেন শরীফুল। মঙ্গলবার সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘প্রথমবারের মতো ফোরটিন্থ-ম্যান ছিলাম। এত কাছ থেকে টেস্ট ক্রিকেট আমি কখনও দেখি নাই। আমার জন্য একটু রোমাঞ্চকর ছিল। টেস্ট খেলাটা আসলে মজার খেলা। প্রতি সেশনে সেশনে মুভমেন্ট বদল হয়। একেকরকম মেসেজ পাঠানো হয়। তো আমি খুব রোমাঞ্চিত ছিলাম। মনে হয় নাই যে, আমি ম্যাচের বাইরে আছি। মনে হয়েছে যে, আমি ম্যাচের মধ্যেই আছি।’ খালেদ আহমেদ, শহীদুল, মুকিদুলদের টপকে মূল দলে জায়গা হয়েছিল শরীফুলের। প্রথম টেস্টে নিষ্প্রভ থাকা রাহী একাদশ থেকে ছিটকে গেলে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়ে যেতে পারে বাঁহাতি এ পেসারের। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান শরীফুল। তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ যদি আমি টেস্ট খেলি কখনও, নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। আমার কোচ (সাবেক ক্রিকেটার, আলমগীর কবির), যার কাছে আমি প্র্যাকটিস করছি, শিখছি উনি টেস্ট প্লেয়ার ছিলেন। তো উনি বলতেন যে টেস্ট ক্রিকেট খেলাটা হলো সর্বোচ্চ একটা মানের খেলা। কখনও যদি সুযোগ পাই সেরাটা দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।’ ম্যাচের ছোট ছোট মুহূর্তগুলো শরীফুলের মনে গেঁথে গেছে। তিনি বলেছেন, ‘আসলে টেস্ট খেলাটা একটু কঠিন। যে আবহাওয়ায় খেলা হচ্ছে অনেক রোদ ছিলো। পেস বোলারদের একটু পরপর পানি খাওয়ানো, তাদের সাথে কথা বলা, তাদের কাছ থেকে কিছু জানা। সবমিলিয়ে মনে হচ্ছিল যেমন মজার আছে, তেমন ওদের কষ্টও আছে।’ তাসকিনের মতো বল হাতে শতভাগ উজাড় করে দিতে চান শরীফুল। অনুশীলনে বোলিং কোচ ওটিস গিবসনের কাছ থেকে অনেক কৌশল শিখছেন তিনি। যা ম্যাচে কাজে লাগানোর আশায় আছেন এ তরুণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪