দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যায় প্রতিদিন নতুন রেকর্ড করে চলছে ভারত। এমন অবস্থায় হাসপাতাল আর অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে বহু মানুষ। সংকটময় এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কদিন আগেই করোনা মুক্ত হওয়া সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ভারত সরকারের 'মিশন অক্সিজেন' তহবিলে ১ কোটি টাকা দান করেছেন ক্রিকেট ঈশ্বর খ্যাত এই ক্রিকেটার। নিজের অফিশিয়াল টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চি করেছেন শচীন নিজেই। টুইটারে তিনি লেখেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন প্রচুর মানুষ। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই নেজাহাল। এখন প্রচুর অক্সিজেন দরকার। এই চরম ক্রান্তিকালে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যা দেখে খুব ভাল লাগছে আমার। ২৫০ জনের ওপর তরুণ-তরুণী মিশন অক্সিজেনে যোগ দিয়েছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহের কাজে এগিয়ে আসার জন্য তারা অর্থ সংগ্রহের কাজ করছে। আমি ওদের পাশে এসে দাঁড়ালাম। আশা করি ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত।’ শচীন আরও লেখেন, ‘আমি যতদিন খেলেছি ততদিন আপনারা আমায় উৎসাহ দিয়ে সাহায্য করেছেন সাফল্য পেতে। এবার এই কঠিন সময়ে মহামারির বিরুদ্ধে সফলতা পেতে লড়তে হবে সবাইকে’।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪