দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ক্লে কোর্টে প্রথমবারের মতো রাফায়েল নাদালকে হারিয়ে মাদ্রিদ ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন আলেক্সান্ডার জেভেরেভ। কোয়ার্টার-ফাইনালে শুক্রবারের ম্যাচে ২৪ বছর বয়সী জেভেরেভ প্রথম সেটে ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। পরে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন ও এবারের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জয়ী নাদালকে তিনি হারান ৬-৪, ৬-৪ গেমে। সব মিলিয়ে রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামজয়ী ৩৪ বছর বয়সী নাদালের বিপক্ষে পাঁচ নম্বর বাছাই জেভেরেভের এটি টানা তৃতীয় জয়। তবে ক্লে কোর্টের রাজার বিপক্ষে এবারের জয়টা বিশেষ এই জার্মানের কাছে। “এখন পর্যন্ত এটা অবশ্যই আমার ক্যারিয়ারের বড় জয়গুলোর একটি, বিশেষ করে ক্লে কোর্টে রাফার বিপক্ষে।” শেষ চারে জেভেরেভের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ডমিনিক টিম। কোয়ার্টার-ফাইনালে ঘুরে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের জন ইসনারকে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান এই অস্ট্রিয়ান। গত ইউএস ওপেনের ফাইনালে এই দুজনের মুখোমুখি লড়াইয়ে জিতেছিলেন টিম।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪