দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ওয়ানডে লীগের তিন ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার সকালে তারা শাহজালাল বিমানবন্দরে নামার পর হোটেল সোনারগাঁওয়ে গিয়েছেন। এখানে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন লঙ্কানরা। আগামী ২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুইটি ওয়ানডে ২৫ ও ২৮ মে। ১৯ মে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে নামবে শ্রীলঙ্কা। ২১ মে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১৮ সদস্যের লঙ্কান দলের নেতৃত্বে দিচ্ছেন কুশল পেরেরা। বাংলাদেশ সিরিজেই শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছেন এই ব্যাটসম্যান। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই পাওয়া যাবে ১০ পয়েন্ট। হারলে ১০ পয়েন্ট হাতছাড়া।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪