দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন সিরিজে মাঠে দর্শক প্রবেশের সিদ্বান্ত নিয়েছে ইংল্যান্ড এণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আসন্ন টেস্ট সিরিজে কঠোর বিধি-নিষেধ মেনে দর্শক প্রবেশের অনুমোদন দেয়া হবে জানিয়েছে ইসিবি। এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ২ জুন শুরু হওয়া সিরিজের প্রথম টেস্ট হবে লর্ডসে। সেখানে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। এর ফলে ৭০০০ দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আর ১০ জুন সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বার্মিংহামের এজবাস্টনে। ঐ টেস্টে শুধুমাত্র দু’দিন দর্শকরা মাঠে খেলা দেখতে পারবেন। টেস্টের প্রথম ও শেষ দিন ১৭ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেয়া হবে। এজবাস্টন টেস্টে দর্শক প্রবেশের জন্য স্থানীয় সরকারের সাথে আলোচনা শুরু করেছে ওয়ারউইকশায়ার। কারণ ওয়ারউইকশায়ারের হোম গাউন্ড হলো এজবাস্টন। অনুমতি পেলেই টিকেট সরবরাহ শুরু করবে কাউন্টি ক্লাবটি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪