দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে রোববার মাঠে নেমেছিল বসুন্ধরা কিংসের মেয়েরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে ৫-০ ব্যবধানে জিতেছে বসুন্ধরা কিংস। সে ম্যাচে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন বসুন্ধরা কিংসের তারকা সাবিনা খাতুন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের রেকর্ড গড়েছিলেন সাবিনা। আর আজ প্রথম নারী ফুটবলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০০ গোল করার গৌরব অর্জন করলেন তিনি। সাবিনা ম্যাচটি শুরু করেছিলেন ৯৮ গোলে নিয়ে। ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে শততম গোল পূরণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। প্রিমিয়ার লিগের মাত্র চার মৌসুমেই একশ গোলের অনন্য রেকর্ডটি করলেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪