দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগ পর্বের গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম প্রাইম দোলেশ্বরের ম্যাচটি বৃষ্টির কারণে স্থগিত করা হয়েছে। ১২ ওভার পর্যন্ত মাঠে গড়ালেও শেষ পর্যন্ত বৃষ্টির হানায় বন্ধ করতে হয় ম্যাচটি। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৪ উইকেটে ৭৩ রান তোলে গাজী গ্রুপ। এরপরই নামে বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচের বাকি অংশ মাঠে গড়ায়নি। রিজার্ভ ডে’র সিস্টেম চালু থাকায় ম্যাচটি পরবর্তীতে আবার শুরু হবে। আজ ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন গাজী গ্রুপের ওপেনার সৌম্য সরকার। ১৬ বলে ২ ছক্কা ও ২ চারে ২৫ রান করেন তিনি। ২৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হকও। তবে তিনি বল খেলেছেন ২৬টি। ৩ বলে ২ রান নিয়ে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪