দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ দ্বিতীয় দিন সকালে ২৯৮ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্রুত ৫ উইকেট হারানোয় দ্বিতীয় টেস্টের শুরুতে কাক্সিক্ষত স্কোর সফরকারীরা পায়নি। এর পরেও দ্বিতীয় দিনটা প্রোটিয়ারা নিজেদের করে নিয়েছে বোলারদের আধিপত্যে। সফরকারী বোলারদের তোপে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৪৯ রানেই! এর ফলে প্রোটিয়ারা লিডও পেয়ে গেছে ১৪৯। সেন্ট লুসিয়া টেস্টে পুরো দিনে উইকেট পড়েছে ১৫টি। অথচ পিচে আহামরি কিছু ছিল না। প্রথম দিনে তাও কিছুটা সুইং মিলেছিল। কিন্তু বোলারদের চেষ্টায় কিছুটা মুভমেন্ট ও স্বাভাবিক বাউন্স ছিল এই যা। এমন কন্ডিশন সত্ত্বেও ক্যারিবীয়রা ধরা খেয়েছে নিজেদের বাজে শট সিলেকশনে। সর্বোচ্চ স্কোরার বলতে জার্মেইন ব্ল্যাকউড (৪৯) ও শাইহোপ (৪৩)। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও বামহাতি স্পিনার কেশভ মহারাজ নিয়েছেন দুটি করে উইকেট। তিনটি নিয়েছেন ভিয়ান মুল্ডার। একটি নিয়েছেন আইনরিখ নর্কিয়া। এর আগে সকালে ৫ উইকেটে ২১৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আরও ভালোর সম্ভাবনা থাকলেও ৫৯ রানে শেষ ৫ উইকেট নিয়ে সকালটা নিজেদের করে নিয়েছিল ক্যারিবীয়রাই। টানা সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ডি কক আউট হয়েছেন ৯৬ রানে! পেসার কেমার রোচ ৪৫ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২৮ রানে তিনটি নেন কাইল মেয়ার্স। দুটি নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪