দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ থেকে ছিটকে পড়লেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার। তিনি পেশির চোটে আক্রান্ত হয়েছেন। ফলে টি-টোয়েন্টি সিরিজের বাকী অংশ ও ওয়ানডে সিরিজের পুরোটাতে বাটলারকে পাবে না ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ জিতে ইংলিশরা ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে। সিরিজের শেষ ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলার সময় ইনজুরিতে পড়েন বাটলার। ওই ম্যাচে তিনি ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। ম্যাচ শেষে অস্বস্তি অনুভব করায় এমআরআই স্ক্যান করানো হয় বাটলারের। রিপোর্টে ইনজুরি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেডিকেল বিভাগ। বাটলারের পরিবর্তে ওয়ানডে সিরিজে ডেভিড মালানকে দলে নিয়েছে ইংল্যান্ড। তবে বাটলারের পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন জনি বেয়ারস্টো কিংবা স্যাম বিলিংস। বাটলারের পরিবর্তে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছিলেন বেয়ারস্টো। তাই সিরিজের বাকি অংশে বেয়ারস্টোর একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪