দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ গ্রুপ পর্বের দারুণ পারফরম্যান্স দলকে তুলে এনেছে ফেভারিটদের কাতারে। এবার অবশ্য প্রিয় আঙিনা ছেড়ে খেলতে হবে ওয়েম্বলিতে। ইতালির কোচ রবের্তো মানচিনির কাছে যা ‘ফুটবলের মক্কা’। শেষ ষোলোর বৈতরনী পেরুতে বিশেষ এই স্টেডিয়ামে শিষ্যদের আবারও নিজেদের মেলে ধরার আহ্বান জানালেন তিনি। গ্রুপ পর্বে ইতালি তিনটি ম্যাচই খেলেছে রোমের স্তাদিও অলিম্পিকোয়। কোনো গোল হজম না করে তিন ম্যাচেই জিতে নকআউট পর্বে উঠেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি টানা ৩০ ম্যাচ অপরাজিত। অন্যদিকে, অস্ট্রিয়া শেষ ষোলোয় উঠেছে নিজেদের গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে লন্ডনের ঐতিহ্যবাহী স্টেডিয়ামে দল দুটি মুখোমুখি হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়। ওয়েম্বলির মতো স্টেডিয়ামে খেলাটা মানচিনির কাছে সম্মানের। ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে খেলোয়াড়দেরও ম্যাচটা উপভোগ করার আহ্বান জানালেন তিনি। “ওয়েম্বলিতে খেলা সবসময় উপভোগ করতে হয়। এটা আনন্দের কারণ, অনেক খেলোয়াড় এখানে কখনোই খেলার সুযোগ পায় না। এটা অসাধারণ একটা স্টেডিয়াম এবং ছেলেদের উচিত এখানে অসাধারণ পারফরম্যান্স দেখানো।” “এমন স্টেডিয়ামে সবাই খেলতে চাইৃওয়েম্বলির মতো ফুটবলের মক্কায় খেলার সুযোগ পেলে সেটাকে সম্মান জানাতে হয়, দারুণ পারফরম্যান্স করতে হয়। আশা করি, ছেলেরা শনিবার এটা করে দেখাতে পারবে-আসলে, আমি নিশ্চিত যে তারা পারবে।” প্রথম তিন ম্যাচ মিলিয়ে স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ের মধ্যে ২৫ জনকেই খেলার সুযোগ দিয়েছেন মানচিনি। ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে আট পরিবর্তন এনেও নজরকাড়া ফুটবল উপহার দিয়েছিল দলটি, জিতছিল ১-০ ব্যবধানে। দলে কোনো চোট সমস্যাও নেই। সেই সঙ্গে সবার দারুণ পারফরম্যান্সে মানচিনি পড়ে গেছেন ভাবনায়, কাকে রেখে কাকে খেলাবেন। “প্রত্যেকেই একাদশ নির্বাচন নিয়ে আমাকে ভাবনায় ফেলে দিয়েছে, কারণ তারা সবাই খুব ভালো খেলেছে। দলের সবাই ফিট ও ছন্দে আছে আর তাদের সবার ওপর ভরসা রাখতে পারাটা দারুণ ব্যাপার। মানসিকভাবে সবাই নির্ভার আছে। এটা আমাদের একটা সুবিধা দিতে পারে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪