দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ জাতীয় দলসহ ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলেছেন আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড়ি জীবন শেষ করে এখনো একই সঙ্গে আছেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দু’জনই বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাও আবার ক্রিকেট পরিচালনা বিভাগে। কিন্তু সোমবার পুরনো সতীর্থকে নিয়ে সমালোচনায় মুখর হলেন খালেদ মাহমুদ সুজন! সুজন অভিযোগ করে বলেছেন, ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান হওয়ার পরও জাতীয় দল সংশ্লিষ্ট অনেক কিছুই জানেন না তিনি! এখন নতুন বিতর্ক তৈরি হয়েছে বিসিবির পরিকল্পনা নিয়ে। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ টাইগার্স নামে একটি দল গঠন করতে যাচ্ছে বিসিবি। এই দলেরই পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বিসিবির দুই পরিচালক কাজী ইনাম আহমেদ ও খালেদ মাহমুদ সুজনকে। জানা গেছে, দল গঠন করতে গিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গেই কিছুটা সমস্যা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত এই কমিটির। আরও জানা গেছে, আকরাম খানের কারণেই নাকি 'এ' দলের সাথে বাংলাদেশ টাইগার্স দল গঠন করতে হচ্ছে তাদের! এ নিয়ে প্রশ্ন করতেই একভাবে ক্ষোভ প্রকাশ করলেন খালেদ মাহমুদ সুজন। তিনি যা বলতে চাইলেন তার মানে এই দাঁড়ায়- ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হলেও আকরাম খানের সঙ্গে দেখাই হয় না ক্রিকেটারদের, ‘আমি এখানে কাউকে দোষারোপ করতে তো আসিনি। আমরা সবাই মিলেইতো বোর্ড। বিসিবি পরিচালক হিসেবে আপনার কাজটা হচ্ছে-ক্রিকেটের উন্নয়ন করা, বিসিবিকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আমার মনে হয় খেলোয়াড়দের সাথে আকরাম ভাইয়ের সেভাবে দেখাও হয় না। আমি তো মাঠের লোক মাঠে থাকি, বোর্ডে যাই। সবার সাথে দেখা হয়, কথা হয়।’ তিনি আরও যোগ করে বলেছেন, ‘আকরাম ভাই হয়তো ব্যস্ত থাকে, তার ব্যবসা আছে। হয়তো খেলোয়াড়দের সাথে ওই সময় তার দেখা হয় না।’ সুজন মনে করেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স হেড হলেও ক্রিকেটাররা আকরাম খানের সঙ্গে সহজভাবে কথা বলতে পারেন না, ‘আমার সাথে যেভাবে কথা বলতে পারে, সেটা হয়তো আকরাম ভাইয়ের সাথে পারে না। ওই সম্পর্কটা তার সঙ্গে গড়ে ওঠেনি। যেকোনো বিষয় নিয়ে আমাকে বলতে পারে, ওই সময় আকরাম ভাইকে তো তারা পায় না।’
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪