দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ দেবীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছ। বুধবার (১১মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে দেবীগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী,উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
দেবীগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার সাফিয়ার রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার সলিমুল্লাহ প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানবৃন্দ, সাংবাদিক ও ফুটবল টুর্নামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪