
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার নশিপুর স্কুল মাঠে ২৬ অক্টোবর বুধবার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজেদুর রহমান রাজুর উদ্যোগে ১ম বারের ন্যায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর চুড়ান্ত খেলা সম্পন্ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। চ্যামিম্পয়ন হয়েছে সৈয়দপুর কোচিং সেন্টার ও রানার্স আপ বোদা উপজেলা ফুটবল একাডেমী। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধাদের উপহার প্রদান ও প্রতিবন্ধী এবং ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তাই মাদকমুক্ত থাকতে হলে খেলাধুলা বেশি বেশি করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন করেছে। বিশ্ব ক্রীড়া মঞ্চে এখন বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে। বাংলাদেশের যুবকদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগ দিতে হবে। তিনি বলেন, যুবকদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। যাতে তারা মাদকসহ নানা প্রকার অপকর্মে জড়িয়ে না পড়ে।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজেদুর রহমান রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আলম মুঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, আয়কর আইনজীবী মোঃ ওয়াহিদুজ্জামান বুলবুল, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম রাকি, জর্জিস সোহেল, প্রমুখ।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৫ অপরাহ্ণ |