দিনাজপুর: দিনাজপুরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
২৮ জানুয়ারী শনিবার বিকেলে দিনাজপুর জেলা স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসন আয়োজিত শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে এর আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ-পিপিএম (সেবা), দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার।
চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক ওবায়দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীসহ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সমাপণী অনুষ্ঠানে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি।